৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে আরও একটি জাহাজ

প্রথম পাতা » অর্থনীতি » ৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে আরও একটি জাহাজ
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে আরও একটি জাহাজ

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে ভিড়েছে জাহাজ এলএমজেড এটলাস। এ নিয়ে গত দুমাসে ৬টি জাহাজে প্রায় ৪ লাখ টন কয়লা আনা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি বন্দরের জেটিতে পৌঁছেছে। বন্দরটির প্রকল্প ব্যবস্থাপক আতাউল হাকিম সিদ্দিকী বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ইন্দোনেশিয়ার তারানহা বন্দর থেকে কয়লা নিয়ে এসেছে জাহাজটি। আমরা সতর্কতার সঙ্গে এটি জেটিতে ভিড়িয়েছি। এটিতে বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার ২০ টন কয়লা রয়েছে।’

এ নিয়ে গত দুমাসে ৬টি জাহাজে প্রায় ৪ লাখ মেট্রিক টন কয়লা আনা হয়েছে। সকালে চট্টগ্রাম বন্দরের গভীর সাগর থেকে ২২৯ মিটার দীর্ঘ এবং সাড়ে ১২ মিটার গভীর জাহাজটিকে পাইলটিং করে মাতারবাড়ি জেটিতে নিয়ে আসা হয়। এরপর সতর্কতার সঙ্গে তা বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে ভেড়ানো হয়।

সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেল থেকেই কয়লা খালাস শুরু হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১০   ৪৭ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারে অস্থিরতার জন্য রেগুলেটরদের দায়ী করলেন অর্থ উপদেষ্টা
কর ছাড়ের সুবিধা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা
বাতিল হচ্ছে ৫৭ লাখ টিসিবি কার্ড, জানালেন বাণিজ্য উপদেষ্টা
নতুন সূচক যুক্ত করে মঙ্গলবার শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি
আর্থিক খাতের দুরবস্থার জন্য ‘কেন্দ্রীয় ব্যাংক দায়ী’



আর্কাইভ