প্রতিপক্ষের হামলায় পুলিশ সদস্য নিহত

প্রথম পাতা » সারাদেশ » প্রতিপক্ষের হামলায় পুলিশ সদস্য নিহত
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



প্রতিপক্ষের হামলায় পুলিশ সদস্য নিহত

কুমিল্লার দাউদকান্দির বাসরা গ্রামে প্রতিপক্ষের হামলায় রাইজুল আমিন বাদন (৩০) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। রোববার সকালে আহত হওয়ার পর দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

এই ঘটনায় আহত হয়েছেন তার মা রোকেয়া বেগম (৫০) ও ভাই সুমন সরকার (৩২)। তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

নিহতের ভাই সুমন সরকার জানান, প্রতিবেশী এএসআই ফরহাদের সঙ্গে দুই বছর আগে থেকে জমি নিয়ে বিরোধ চলছে তাদের। এ বিষয়ে তারা পুলিশের কাছে অভিযোগ দিয়েছিলেন। আজ সকালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দীন ইসলাম, মানিক, সাদ্দাম, হাসেম, ফরহাদ ও মেহেদীসহ ২৫-৩০ জন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের কুপিয়ে আহত করে এবং বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

 

রাইজুলের বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলী আহামদ।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৯   ৬৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন



আর্কাইভ