এলপিজির নতুন দাম নির্ধারণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » এলপিজির নতুন দাম নির্ধারণ
সোমবার, ৩ জুলাই ২০২৩



এলপিজির নতুন দাম নির্ধারণ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ১ হাজার ৭৪ টাকা।

এলপি গ্যাসের নতুন এই দাম আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

এ ছাড়াও সরকারি এলপিজির ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সাথে সৌদি সিপির সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে।

এর আগে, গত ১ জুন বিকেল ৩টায় বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মে মাসে ছিল ১ হাজার ২৩৫ টাকা।

এ ছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ১ হাজার ৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চে ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৪   ৫৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা
শিগগিরই অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি: সিনিয়র সচিব
মেহেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় মিছিল
ভিয়েতনাম থেকে আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে



আর্কাইভ