হজ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারি » হজ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
সোমবার, ৩ জুলাই ২০২৩



হজ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২ জুলাই) রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কমপ্লেক্সে রাষ্ট্রপতিকে অভ‍্যর্থনা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডিন মাজিদ হালিম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ আল দুহাইলান, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‍্যসচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

তার আগে পবিত্র হজ পালনের পর মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারক জিয়ারত শেষে স্থানীয় সময় রোববার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং অন্য সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আলী বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনায় পৌঁছে শনিবার (১ জুলাই) রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারক জিয়ারত করেন রাষ্ট্রপতি। সৌদি সরকারের রয়েল গেস্ট হিসেবে হজ পালন করেন তিনি।

পবিত্র হজ পালনের জন্য ২৩ জুন সৌদি আরব সফরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ থেকে এ বছর হজ করার জন্য সৌদি আরবে যান ১ লাখ ২২ হাজার ৮৮৪ হজযাত্রী। মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান এক লাখ ২২ হাজার ৫৫৮ জন (২ হাজার ৫০৬ জন গাইডসহ)।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৪৭   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও
বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য উপদেষ্টা
আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে: সারজিস আলম
সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয়
সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার



আর্কাইভ