৩৩৩ হাজি নিয়ে ঢাকায় পৌঁছাল প্রথম ফিরতি হজ ফ্লাইট

প্রথম পাতা » ছবি গ্যালারি » ৩৩৩ হাজি নিয়ে ঢাকায় পৌঁছাল প্রথম ফিরতি হজ ফ্লাইট
রবিবার, ২ জুলাই ২০২৩



৩৩৩ হাজি নিয়ে ঢাকায় পৌঁছাল প্রথম ফিরতি হজ ফ্লাইট

হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। এতে ৩৩৩ জন যাত্রী ছিলেন। রোববার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকায় আসা হজযাত্রীদের স্বাগত জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানির বক্স দেওয়া হয়।

এর আগে জেদ্দার স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। রোববার রাত ৯টা ৫৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকায় নামবে।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন (২,৫০৬ জন গাইডসহ)। এবার হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১৬   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস



আর্কাইভ