‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করছে’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করছে’
শনিবার, ১ জুলাই ২০২৩



‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করছে’

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যত রকমের ষড়যন্ত্রই করুক জনগণের দোয়া, আস্থা ও ভালোবাসায় শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে। শেখ হাসিনার কোনো বিকল্প এই বাংলাদেশে নেই।

শনিবার (১ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় পৌরসভার বর্ধিত ২নং পৌর ভবনের উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চৌধুরী নূর উদ্দিন আহমেদ ক্লাবের উদ্বোধন শেষে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা ও যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা তিনি (শেখ হাসিনা) যেভাবে দেখিয়েছেন তার বিকল্প আর কেউ নেই। আমাদের বিশ্বাস মানুষের দোয়ায় তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করে দিবেন।

চিফ হুইপ বলেন, যখন দেশে জাতীয় নির্বাচন আসে তখনই ষড়যন্ত্র শুরু হয়। বিভিন্ন দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করার চেষ্টা করে। কিন্তু আমাদের বিশ্বাস জনগণ যতবারই ভোট দিয়েছে নৌকাকেই ভোট দিয়েছে।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে চিফ হুইপ পৌর বাজারে অত্যাধুনিক লিটন চৌধুরী সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৭   ২৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ