ফতুল্লায় বর্জ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় বর্জ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত
শনিবার, ১ জুলাই ২০২৩



---

বৃষ্টিিতে নদীতে গোসলের সময় বর্জ্রপাতে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

ফতুল্লার কাশীপুরে শুক্রবার ৩০ জুন দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার একদিন পর শনিবার বিষয়টি প্রকাশ পায়।

নিহত মাদ্রাসা ছাত্র ১৮ বছর বয়সী হাবিব। সে কাশীপুর শিকদার বাড়ীর কাজল শিকদারের বড় ছেলে ৷

জানা গেছে, বাদ জুম্মা হাবিব বৃষ্টির সময় কয়েকজন বন্ধু নিয়ে নদীতে গোসলরত অবস্থায় হঠাৎ বিকট শব্দে বর্জ্রপাত হয় ৷ বর্জ্রপাতের ফলে পানিতে বিদ্যুতয়ায়ীত হয়ে হাবিব মারা যায় ৷ এ সময় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন ৷

নিহত হাবিবের প্রতিবেশীরা জানান, মৃত্যুর পর দ্রুত হাবিবের মরদেহ দাফন করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে বহু দূর দূরান্ত থেকে উৎসুক জনতা নিহতের বাড়ীতে ভীড় করছেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৩৬   ৪৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ