গাইবান্ধায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুজন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » গাইবান্ধায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুজন নিহত
শুক্রবার, ৩০ জুন ২০২৩



গাইবান্ধায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ফেনী জেলার ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত হাজী আবদুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও প্রাইভেটকারের চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মো. মিজান (৩৫)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেটকারের সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ও আরোহী মারা যান। তাদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতদের লাশ থানায় আনা হয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৫   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ