সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



সৌদিতে মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রাণ গেল প্রবাসীর

সৌদি আরবের রাজধানী জেদ্দায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। যার মধ্যে একজন হলেন বন্দুকধারী; অপরজন নেপালি প্রবাসী।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার (২৮ জুন) এ ঘটনা ঘটে।

সংস্থাটি জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবকাঠামোর কাছে গাড়ি থামান এবং হাতে অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হন। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেন।’ ওই সময় তাদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি হয়। এতে প্রাণ হারান তিনি।

যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কাজ করা এক নেপালি প্রবাসী ওই সময় গুলিবৃদ্ধ হন। সেখানে তিনি সিকিউরিটি গার্ডের দাায়িত্বে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে গুলির আঘাতে মৃত্যু হয় তার।

কেন ওই অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে মার্কিন কনস্যুলেটের কাছে এসেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল— সেই কারণ খুঁজে বের করতে এখন তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যম আল আরাবিয়াকে নিশ্চিত করেছেন, ওই গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা বিষয়টি তদন্ত করছে। কনস্যুলেট যথাযথভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কোনো মার্কিন নাগরিক এই হামলায় ক্ষতিগ্রস্ত হননি।’

গুলিতে যে নেপালি সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: আল আরাবিয়া

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৬   ৪২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ