বৃষ্টি মাথায় নিয়েই ঈদ জামাত, শান্তির জন্য প্রার্থনা

প্রথম পাতা » ছবি গ্যালারি » বৃষ্টি মাথায় নিয়েই ঈদ জামাত, শান্তির জন্য প্রার্থনা
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



বৃষ্টি মাথায় নিয়েই ঈদ জামাত, শান্তির জন্য প্রার্থনা

আগেই পূর্বাভাস ছিল ঈদুল আজহার দিন রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় বৃষ্টি হতে পারে। এর ব্যতিক্রম হয়নি। ভোর থেকেই হচ্ছে বৃষ্টি; থামার কোনো লক্ষণ নেই। এর মধ্যে ঈদুল আজহার নামাজও আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৯ জুন) ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও ভারি র্বষণ হতে থাকে। রাজধানী ঢাকায়ও সকাল থেকে বেশ কয়েকবার ভারি বর্ষণ হয়েছে।

এর মধ্যে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আর সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলা শহরেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী মুসল্লিরা পরস্পর কোলাকুলি করেন।

ঈদের নামাজ শেষ হওয়ার পরই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দিচ্ছেন মুসলমান সম্প্রদায়।

ভোর থেকে বৃষ্টি হচ্ছে, তাই অনেকেই ভেতরে জায়গা পেতে আগেই চলে এসেছেন মসজিদে। এতে যারা পরে এসেছেন তারা ভেতরে জায়গা না পেয়ে বাইরে অবস্থান করছেন। ছবি: সময় সংবাদ (বাংলামোটর থেকে সকালে তোলা)

এদিকে, আষাঢ়ের মাঝামাঝি সময়ে হওয়া এ ঈদে ভোর থেকে বৃষ্টি হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছে কমবেশি সবাইকে। গত দুদিন ধরেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আর আজ (বৃহস্পতিবার) সকালের বৃষ্টিতে ঈদের নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের কেউ ছাতা নিয়ে, কেউ ভিজে ঈদগাহ ময়দান ও মসজিদে এসেছেন।

তবে, রাজধানীসহ শহরাঞ্চলে যারা মসজিদে জায়গা পাননি তারা বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন। এতে বৃষ্টিতে ভিজে সবাইকে একাকার হতেও দেখা গেছে। তবে কারো মধ্যে ভাতৃত্ব ও আল্লাহর প্রতি ভালোবাসার কোন কমতি দেখা যায়নি। সবাই কাতারে দাঁড়িয়ে একে অন্যকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:০৯:১৫   ৭৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু



আর্কাইভ