সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রথম পাতা » সারাদেশ » সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। রোববার বেলা ১১টার দিকে জেলার তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতকে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, নিহত ও আহতরা সবাই হাওরে ধান কাটছিলেন। নিহতদের মধ্যে তিনজন ছাতক, দুইজন দোয়ারাবাজার ও একজন তাহিরপুর উপজেলার।

 

নিহতরা হলেন, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৮), পশ্চিম বড়কাপন গ্রামের আরশ আলী (৫৮), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লব গ্রামের আবদুস সামাদ (২৫), দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের তারা মিয়া (৩০), ফতেপুর গ্রামের মিলন মিয়া (১৪), তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের শিক্ষার্থী রমজান আলী (১৬)। একই সময়ে বজ্রপাতে তাহিরপুরে মুকিদ মিয়া (২৫) ও দোয়ারাবাজারে নিজাম উদ্দিন (৩০) নামে আরও দু’জন আহত হয়েছেন। 

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মইনুল জাকির বলেছেন,’ সবাই হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন। আকশ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৪০   ৫৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
হিলিতে কমেছে আলু-পেঁয়াজের দাম



আর্কাইভ