ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন অন্তত ৫৬ জন। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (২৭ জুন) ক্রামাতোর্সক শহরে এ হামলা চালানো হয়।
হামলার পরপরই রেস্তোরাঁর ভবনটি ধসে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন। জরুরি কর্মীরা জানিয়েছে, ধ্বংসস্তুপ থেকে তিন জনকে টেনে বের করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেখানকার ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি ধসেও পড়ে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি মানুষকে মৃত পড়ে থাকতে দেখেছেন। এছাড়া আহতরা বাঁচার জন্য চিৎকার করছিল, কাঁদছিল।
বেলজিয়ামের ফ্রিল্যান্স সাংবাদিক আর্নড ডি ডেকার জানিয়েছেন, হামলার সময় রেস্তোরাঁর ভেতরে অন্তত ৮০ জন ছিলেন। হামলার পরপরই ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের উদ্ধার অভিযান শুরু হয়।
ক্রামাতোর্সক শহর এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরটি রাশিয়ার দখলকৃত অঞ্চলের পাশেই অবস্থিত।
বাংলাদেশ সময়: ১৩:১৪:৩৩ ৪৩ বার পঠিত