বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা

মঙ্গলবার (২৭ জুন) আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু হবে বাংলাদেশের।

বিশ্বকাপ মিশন শুরুর আগে ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি আনফিসিয়াল ম্যাচ খেলবে বাংলাদেশ। যার একটি হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে। অপরটি হবে ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

৭ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। ধর্মশালায় ম্যাচটি গড়াবে ১০ অক্টোবর। ১৪ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ১৯ অক্টোবর মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। ২৪ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

৩১ অক্টোবর ইডেন গার্ডেনসে তামিম ইকবালের দল লড়বে পাকিস্তানের বিপক্ষে। ৬ নভেম্বর বাছাইপর্ব থেকে আসা কোয়ালিফায়ার ২ এর বিপক্ষে খেলতে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। আর লিগ পর্বের শেষ ম্যাচে ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার সামনা করবে বাংলাদেশ।

বাংলাদেশের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সূচি :

বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, ৭ অক্টোবর, সকাল ১১টায়)

বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, ১০ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট)

বাংলাদেশ-নিউজিল্যান্ড (চেন্নাই, ১৪ অক্টোবর, সকাল ১১টায়)

বাংলাদেশ-ভারত (পুনে, ১৯ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট)

বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, ২৪ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট)

বাংলাদেশ-কোয়ালিফায়ার ১ (কলকাতা, ২৮ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট)

বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট)

বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ (দিল্লি, ৬ নভেম্বর, দুপুর ২টা ৩০ মিনিট)

বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, ১২ নভেম্বর, সকাল ১১টায়)

বাংলাদেশ সময়: ২০:৪৭:০৩   ৪৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ