পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে পশুর হাটগুলো। বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতা। স্থানীয়দের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনছেন প্রবাসী বাংলাদেশিরাও।
দুবাই, আবুধাবী, শারজাহ, আজমান, রাস-আল-খাইমা, ফুজিরাহসহ বিভিন্ন বিভাগীয় শহরের পশুর হাটে স্থানীয়দের পাশাপাশি ব্যাপক ভিড় দেখা গেছে।
দুবাইয়ের আল গেসিস এলাকায় ক্যাটেল মার্কেটে প্রতি বছরের মতো এই বছরও বসেছে জমজমাট কোরবানির পশুর হাট। পাকিস্তান, ইরান, সিরিয়া, সোমালিয়া, অস্ট্রেলিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের গরু থেকে শুরু করে উট, ছাগল, ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে এই হাটে।
এ বছর গরু বিক্রি হচ্ছে ৫ থেকে ১২ হাজার দিরহাম, উটের দাম ১০ থেকে ১৬ হাজার দিরহাম। ছাগল, ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ২৫০০ দিরহামের মধ্যে। এই বাজারে বিশেষত্ব হলো বিক্রির আগে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।
আগামীকাল বুধবার (২৮ জুন) আরব আমিরাতে উদ্যাপন করা হবে ঈদুল আজহা। কোরবানির পশু বেচাকেনা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। প্রবাসীরা কেউ একা আবার কেউ কেউ কয়েকজন মিলে অংশীদারের ভিত্তিতে পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:১৬ ৪৪ বার পঠিত