অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (২৭ জুন) দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার পথে বাগডোগরার কাছে সেনাঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয় মুখ্যমন্ত্রী বহনকারী হেলিকপ্টারকে। ‌

ওই সময় তুমুল বৃষ্টিপাত ও বজ্রপাতের ঘটনা ঘটছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করাতে বাধ্য হন।এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথে কলকাতার উদ্দেশ্যে রওনা হন।

আগামী আট জুলাই রাজ্যজুড়ে তিন স্তরের পঞ্চায়েত নির্বাচন। ‌সেই নির্বাচনে দলীয় প্রচারে উত্তরবঙ্গ যান তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার একটি প্রভাবশালী বাংলা দৈনিকের খবরে দাবি করা হয়, মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারের সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই লক্ষ্যে তিনি জলপাইগুড়ি হয়ে কলকাতা যাওয়ার জন্য রওনা হন।

কিন্তু বাগডোগরা দিকে এগোনোর কিছুক্ষণ পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টারটি। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। কিন্তু নিচে ঘন জঙ্গল থাকায় সেটা সম্ভব হয়নি।

পাইলট বুদ্ধি খাটিয়ে কিছুটা এগিয়ে যাবার চেষ্টা করেন। এরপর একটি খালি জায়গা দেখে জরুরি অবতরণ করেন। ‌খালি জায়গাটি সেবকের সেনা ঘাঁটি বলে জানা গেছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সেনাঘাঁটিতে পৌঁছে মুখ্যমন্ত্রীর জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৩   ৮৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ