ফতুল্লায় ৯ কেজি গাঁজাসহ সোনিয়া আক্তার স্মৃতি (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার (২৬ জুন) নয়ামাটি ভাবীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজাসহ সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করে। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক দুই লাখ সত্তর হাজার।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তার স্মৃতি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪০:৩০ ৪৩ বার পঠিত