একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স, যার ভেতরে হয়তো কোনো রোগী বা মরদেহ বহন করা হচ্ছে। এর বাইরে কীই বা ভাবতে পারেন! কিন্তু না, যা দেখে মনে হবে এটা মরদেহ, সেটা মূলত বিশেষ কায়দায় রাখা মাদকের চালান। মাদক পাচারের এই অভিনব কায়দা বেছে নিয়েছেন মাদক পাচারকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চক্রের দুই সদস্যকে আটক করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৬ জুন) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়ার মো.ফারুক হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ আল রাফি (২১) ও একই উপজেলার উত্তর চারতকান্দির শান্তুনু বাবুর ছেলে শ্রী সাগর বাবু (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের নির্দেশনায় গৌরনদী থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সোমবার ভোর ৬টার দিকে ১০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে বরিশাল জেলা ডিবি পুলিশের একটি টিম। বরিশাল জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবিরের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব ও চৌকস সঙ্গীয় ফোর্স মশিউর, সোহাগ, জসীম ও ইমরানসহ অভিযানটি পরিচালনা করা হয়। পরে আটকদের নামে গৌরনদী মডেল থানায় জেলা ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে মাদক দ্রব্য পরিবহন ও বিক্রয় আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে বরিশাল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অ্যাম্বুলেন্সে রোগী বা লাশ নয়, এর আড়ালে অভিনব কায়দায় মাদক রাখা হয়। ‘দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। ভবিষ্যতে অভিযানের এই ধারা অব্যাহত থাকবে।’
বাংলাদেশ সময়: ১৩:৫৯:৪৩ ৫০ বার পঠিত