পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
রবিবার, ২৫ জুন ২০২৩



পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেম নিয়ে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে।
তিনি বলেন, টীম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টীমের সদস্যদের মধ্যে স্মার্টনেস ও দক্ষতা এবং পেশাদারিত্বের মনোভাব তৈরি করতে হবে।
নসরুল হামিদ আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে দপ্তরসমূহের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরো ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপোষ করা যাবে না।
তিনি আরো বলেন, যে কোন ভাল কাজে চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। এপিএ প্রদত্ত লক্ষ্যসমূহ কাঙ্খিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ১৭টি দপ্তর প্রধান এপিএ স্বাক্ষর করেন।
২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগে এপিএ বাস্তবায়নে ২য় স্থান অধিকার করেছিল।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইপিআরসির চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩০   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ