মাদারীপুরে পদ্মা সেতুর এক বছর পূর্তি উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারি » মাদারীপুরে পদ্মা সেতুর এক বছর পূর্তি উদযাপন
রবিবার, ২৫ জুন ২০২৩



মাদারীপুরে পদ্মা সেতুর এক বছর পূর্তি উদযাপন

পদ্মা সেতু উদ্বোধনের বর্ষপূর্তি উপলক্ষে জেলায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে শুধু মাদারীপুর জেলাই নয়, পুরো দক্ষিণাঞ্চলের যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তণ এনেছে। এছাড়া রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্নখাতের পরিবর্তণ আসায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ২১ জেলার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৭:০৬:১৬   ৫০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ