রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠা ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৪ জুন) উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাদিউলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মহাসড়ক দখল করে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যসহ ৫শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময় এসআই জুবায়ের, সার্জেন্ট শফিকুল ইসলাম, এস আই নূর হোসেন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হাদিউল বলেন, রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশেই সড়কের একটি লেন দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে তোলেছে। এতে দূরপাল্লার যাতায়াতের গাড়ী চলাচল করতে বিঘ্ন হচ্ছে।
যার ফলে এখানে যানজট লেগেই থাকে। আজকে আমরা ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধ প্রায় ৫শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করি। মহাসড়ক দখল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৫ ৫২ বার পঠিত