মাগুরা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের মৃত ৫০ জন সদস্যের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবু মিয়া, শ্রীপুর উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের মৃত ৫০ জন সদস্যদের পরিবারের প্রত্যকের হাতে ১০ হাজার টাকা হারে মোট ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:১৫:০৬ ৫০ বার পঠিত