সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ চালু

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ চালু
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ চালু

সোনারগাঁয়ে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চালু করা হয়েছে ‘মিড ডে মিল’ কর্মসূচি। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ৩০টি বিদ্যালয়ে একযোগে এ ‘মিড ডে মিল’ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে প্রথম পর্যায়ে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ কর্মসূচি পরিচালনা করা হবে।

এবিষেয় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, ‘কোনো শিক্ষার্থী যেন দুপুরে না খেয়ে থাকতে না হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে উপজেলার সব বিদ্যালয়েই এই কার্যক্রম চালু করা হবে।’

তিনি আরও জানান, শুধু মিড ডে মিল নয়, প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের উপযোগী পরিবেশে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার এবং সমাজের বিত্তবানদের সহায়তায় এই উদ্যোগকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোনারগাঁয়ের প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘ইউএনও মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় মনোযোগী হবে।’

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫৩   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ
সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ চালু



আর্কাইভ