নির্বাচন দেরিতে হলে ঘোলাটে পরিস্থিতি হতে পারে: পার্থ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচন দেরিতে হলে ঘোলাটে পরিস্থিতি হতে পারে: পার্থ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



নির্বাচন দেরিতে হলে ঘোলাটে পরিস্থিতি হতে পারে: পার্থ

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

পার্থ বলেন, দেশের মানুষ একটা নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত।

অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪৮   ৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নাগরিক দুর্ভোগ লাঘবে ডিসিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি
সোনারগাঁয়ে সন্তনদের বিরুদ্ধে আপন বাবাকে পেটানোর অভিযোগ
আমরা ঐকমত্যের ভিত্তিতে সনদ সই করে নির্বাচনের পথে হাঁটতে চাই: আমির খসরু



আর্কাইভ