
হার দিয়ে এবারের পিএসএল শুরু করা লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন প্রথম খেলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে, সেদিনই প্রথম জয় তুলে নেয় তারা। ওই জয়ে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন বাংলাদেশি লেগি, করাচি কিংসের বিপক্ষে পরের ম্যাচেও তা-ই। রিশাদ সুযোগ পেয়েছিলেন পরের দুটি ম্যাচেও।
মুলতান সুলতানসের বিপক্ষে রিশাদ শিকার করেন ২ উইকেট, তবে সেদিন লাহোর হেরে যায় ৩৩ রানে। পরের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বাংলাদেশি স্পিনার উইকেটশূন্য থাকেন, ব্যাট হাতে ১৩ বলে করেন ১৩ রান। ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করা রিশাদকে গতকাল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে একাদশে নেয়নি লাহোর। কিউই তারকা ড্যারেল মিচেলের ব্যাটে ম্যাচটি তারা জিতেছে ৫ উইকেটে।
গাদ্দাফি স্টেডিয়ামে স্পিন কম কার্যকর, এ ভেন্যুতেই উইকেটশূন্য ছিলেন রিশাদ। সে কারণেই হয়তো মুলতানের বিপক্ষে তাকে একাদশে নেয়নি লাহোর। এদিন ১৮৬ রানের লক্ষ্য পেয়েছিল তারা। রান তাড়ায় ১২ রানে মোহাম্মদ নাঈমের উইকেট হারালেও ড্যারেল মিচেল ও সিকান্দার রাজার ৮৯ রানের জুটিতে ৬ বল বাকি থাকতেই জয় পায় লাহোর। মিচেল ৩৮ বলে ৪ চার ও সমানসংখ্যক ছয়ে করেন ৬৪ রান, রাজার ব্যাট থেকে ২১ বলে আসে ৪০।
বাকিদের মধ্যে আবদুল্লাহ শফিক ৩৪ ও ফখর জামান ২৮ রান করেন। মুলতানের হয়ে উবাইদ শাহ ২ উইকেট নেন, ১টি করে উইকেট পান মোহাম্মদ হাসনাইন, জশ লিটল ও আকিফ জাভেদ।
এর আগে মোহাম্মদ রিজওয়ানের ৭৬, কামরান গুলামের ৫২, ইয়াসির খানের ২৪ ও উসমান খানের ১৮ রানে ভর করে ৩ উইকেটে ১৮৫ রান করে মুলতান। তাদের হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল লাহোর। ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ১১:৪১:১৪ ১০ বার পঠিত