রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন

প্রথম পাতা » ছবি গ্যালারি » রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন

মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত।

দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে আসামিদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, ‘আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে গত ১৭ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসিক এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে র‍্যাবের অভিযানে গ্রেফতার হন আরসা প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী এবং তার পাঁচ সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান।

একই দিন ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় র‍্যাবের দায়ের করা দুটি মামলায় আসামিদের দুই দফায় আট দিন করে ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৩৬   ৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গুজব মোকাবেলায় তথ্য অফিসগুলোকে কাজ করতে হবে : উপদেষ্টা মাহফুজ
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে: নৌপরিবহন উপদেষ্টা
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন
ঢাবি উপাচার্যের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ



আর্কাইভ