সিটি কলেজ বন্ধ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিটি কলেজ বন্ধ ঘোষণা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



সিটি কলেজ বন্ধ ঘোষণা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ সংঘর্ষ এবং সহিংসতা এড়াতে বুধ (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কলেজ বন্ধ ঘোষণা করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন।

এদিকে চলমান সংঘর্ষের ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো সায়েন্সল্যাব এলাকায়। সংঘর্ষে দুই কলেজের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন শিক্ষার্থী।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছে, সিটি কলেজের শিক্ষার্থীরা আগে হামলা চালিয়েছে। আর সিটি কলেজ শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের। ভাঙচুর করে কলেজের স্থাপনা।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পূর্ব শত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় ১৫ জনের অধিক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৮   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন
ঢাবি উপাচার্যের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার একজন



আর্কাইভ