ফতুল্লা থানায় নতুন ওসি নূরে আযম মিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লা থানায় নতুন ওসি নূরে আযম মিয়া
শুক্রবার, ২৩ জুন ২০২৩



ফতুল্লা থানায় নতুন ওসি নূরে আযম মিয়া

ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নুরে আযম মিয়া। তিনি এর আগে রাজধানীর বনানী, বিমানবন্দর, ধানমন্ডি ও শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর যোগদানের সংবাদটি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি প্রত্যাহার করে নেওয়া শেখ রিজাউল হক দিপুর স্থলে নূরে আযম দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, শেখ রিজাউল হক দিপুকে গত ৮ জুন প্রত্যাহার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) আমীর খসরু এ তথ্য নিশ্চিত করেন। ৭ জুন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৯:২১   ১৯৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ