অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম

প্রথম পাতা » ছবি গ্যালারি » অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘নির্বাচন ছাড়া একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদের জন্ম হয়। সেখানে স্বৈরাচারের জন্ম হয়। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই।’

রোববার (২০ এপ্রিল) দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে জেলা বিএনপি অঙ্গসংগঠনের পর্যালচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারকে সফল না করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সরকার প্রধানকে এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার জন্য আহবান জানান তিনি।

সংস্কারের বিষয়ে আব্দুস সালাম বলেন, ‘এই দেশে যতো সংস্কার হয়েছে বিএনপি করেছে। নির্বাচিত হওয়ার পরও বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে এই সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এই সাহস বিএনপির রয়েছে। তাই বিএনপি ও আওয়ামী লীগ এক না বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন পেছাতে গিয়ে যদি আরেকটা ষড়যন্ত্র হয়, তাহলে পরাজিত ফ্যাসিবাদকে শক্তিশালী করার জন্যই কি নির্বাচন পেছানোর কথা তারা বলছে? তাই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান তিনি।

জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে পর্যালোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৮   ৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১



আর্কাইভ