ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারি » ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে দিয়ে যাবে না, যা করার আমাদের করতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘এম্পাওয়ারিং বাংলাদেশ: পাথওয়েস টু লিডারশিপ, ইউনিটি, অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ গঠনে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ২০২৪ সালেও সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছে। দেশের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানরা।

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। আশা করি তিনি সফল হবেন। আসুন আমরা নিজেরা সাহায্য করি।

মির্জা ফখরুল আরও বলেন, দেশ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই। সব ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা প্রয়োজন। এত রক্ত ঝরেছে, এত মায়ের কোল খালি হয়েছে—এর ফল হিসেবে দেশের জন্য ভালো হতেই হবে।

দেশে অনেক সমস্যা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সমস্যাগুলো সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি অত্যন্ত আশাবাদী, আমাদের এই দেশকে আমাদেরই গড়তে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:২৭   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম
ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল
সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি : আখতার হোসেন
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা



আর্কাইভ