ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারি » ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মধ্যে গতকাল মঙ্গলবার ৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হয়েছে।

‘স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনটেগ্রেশন’ শীর্ষক এই চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম একটি চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগকে সহায়তা করবে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে লিঙ্গ-বৈষম্য ও অধিকারভিত্তিক অভিবাসন ও পুনর্বাসন সেবা জোরদার করা। যাতে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত হয় এবং প্রবাস ফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন সম্ভব হয়।

প্রকল্পটি দুটি প্রধান ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করবে- এক. অভিবাসন সেবা প্রদানের ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং দুই. ঝুঁকিপূর্ণ প্রবাস ফেরতদের সহায়তা প্রদান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে ইআরডির ইউএন উইং ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৩৩   ১১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় নাগরিক আটক
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি : ঋতুপর্ণা
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম



আর্কাইভ