
অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (১৬ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে করে এ কথা বলেন তিনি।
এসময়, স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শোনেন এবং আশ্বাস দেন তা সমাধানের।
এদিন, হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১:৪৭:৫২ ৫ বার পঠিত