কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারি » কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে দীর্ঘ দেড় দশক পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের বৈঠক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

খসড়া সূচি অনুযায়ী, আমনা বালুচের বুধবার দুপুরের পর ঢাকায় পৌঁছানোর কথা।
পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তার সম্মানের রাজধানীর বারিধারায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা এবং পাকিস্তানি ডায়াসপরা যোগ দেবেন।

জানা গেছে, দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে দ্বিপক্ষীয় সম্পর্ক টানাপড়েনের বৃত্তে আটকে থাকলেও বহুপক্ষীয় ফোরামে এক দেশ অন্য দেশকে ভোটাভুটিসহ নানা উদ্যোগে সহায়তা করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৫   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব
‘মার্চ ফর গাজা’ ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থনের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ: প্রেস সচিব
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা



আর্কাইভ