
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখ উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। স্বামী-সংসার সুখে শান্তিতে থাকার আশায় শহরের কেন্দ্রীয় মন্দির এসে হিন্দু সম্প্রদায়ের সদবা নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন।
সনাতন শাস্ত্র, নবযুগ ও লোকনাথসহ বাংলা পঞ্জিকা অনুযায়ী গতকাল সোমবার (১৪ এপ্রিল) চৈত্রসংক্রান্তি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সেই হিসেবে মঙ্গলবার (১৫ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপন করছেন তারা।
নতুন বর্ষবরণ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় হিন্দু সম্প্রদায়ের রমণীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ীয় কালীবাড়িতে সমবেত হয়।
এ সময় তারা মন্দিরে ধূপ-দ্বীপ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনার পাশাপাশি স্বামী-সংসারে সুখ শান্তি কামনায় প্রার্থনা করেন। সুখ-শান্তির আশায় একে অপরের কপালে সিঁদুর পরিয়ে মেতে উঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলা উৎসবে।
মন্দিরে সিঁদুর খেলায় অংশ নেয়া বিথি সাহা বলেন, ‘কর্মব্যস্ত জীবনে স্বামী-সংসার নিয়ে কেটে যাচ্ছে সারাক্ষণ। আগামী দিনগুলো যেন সুখে শান্তিতে থাকতে পারি এবং সবাইকে নিয়ে মিলেমিশে যেন থাকতে পারি এমনটাই প্রত্যাশা করেছি পরম করুণাময় ভগবানের কাছে। এজন্যই আজ একে অপরকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। নিজের পাশাপাশি সকলের মঙ্গল কামনা করেছি।’
সিঁদুর খেলায় অংশ নেয়া সুর্বণা শর্মা বলেন, ‘বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ আমাদের পহেলা বৈশাখ। প্রতি বছর আমরা পহেলা বৈশাখে সিঁদুর খেলায় অংশ গ্রহণ করে থাকি। সিঁদুর খেলা উৎসবের মাধ্যমে স্বামী সংসারে যেন ভালো থাকি এমনটাই কামনা করেছি। পাশাপাশি দেশের মানুষ যেন ভাল থাকে সেই প্রার্থনা করছি।’
বিশাখা রায় বলেন, ‘আমার কেবল স্বামী সংসারে নয়, প্রতিবেশীদের নিয়ে ভাল থাকতে চাই। দেশের সকল মানুষ যেন ভাল থাকে, সুস্থ থাকে- আজকের দিনে ভগবানের কাছে এমনটাই কামনা করেছি। সিঁদুর খেলায় অংশ গ্রহণ করেছি।’
ব্রাহ্মণবাড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশিস পাল জানান, দীর্ঘ ৭০ বছর যাবত ভূবন মঙ্গল কীর্তন সমিতির ব্যানারে এই অনুষ্ঠান হয়ে আসছে। এখানে হিন্দু সম্প্রদায়ের রমণীরা স্বামী সংসারে সুখে থাকার আশায় প্রতিবছর পয়লা বৈশাখে সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন। আজকে তারা একইভাবে সিঁদুর খেলায় অংশ নিয়েছেন। এটি উৎসবের সঙ্গে সঙ্গে ঐতিহ্যে রূপ নিয়েছে।
শহরের আনন্দময়ী কালী বাড়ীর প্রধান পুরোহিত মদন গোপাল চক্রবর্তী জানান, পহেলা বৈশাখে হিন্দু সম্প্রদায়ের সদবা রমণীরা স্বামী সংসারে সুখে থাকার জন্যে আজকের দিনে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করে থাকেন। এটি একটি ধর্মীয় রেওয়াজ। তারা প্রার্থনা করেন, কেবল নিজের স্বামীই নয়, প্রতিবেশী আত্মীয় স্বজনসহ সবার পরিবার যেন ভালো থাকে, সুখে থাকে; এটিও প্রত্যাশা করেন তারা।
তিনি আরও জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ীয় কালীবাড়িতে আজ থেকে সপ্তাহব্যাপী বার্ষিক উৎসব চলবে। এই উৎসবে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৬ ৬ বার পঠিত