রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাখাল গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাখাল গ্রেফতার
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাখাল গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (১৪ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার সদর থানার চরশোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার জয়নাল আবেদীন জামালপুর জেলার সদর থানার হবদেশ গ্রামের গোলাপ খলিফার ছেলে। তিনি রূপগঞ্জের ঠাকুরবাড়িরটেক এলাকার রহিমা মোজাফফর ক্যাটেল ফার্মে রাখাল হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব জানায়, ভুক্তভোগী শিশুর মা নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করেন। গত ১ এপ্রিল বিকাল ৩টার দিকে তার শিশু কন্যা ক্যাটেল ফার্মে ছাগল দেখতে গেলে অভিযুক্ত জয়নাল আবেদীন তাকে ধানক্ষেতের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরদিন শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:১৯   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব
‘মার্চ ফর গাজা’ ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থনের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ: প্রেস সচিব
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা



আর্কাইভ