
বাংলা নববর্ষে দর্শক মাতাতে অন্তর্জালে প্রকাশ পেয়েছে পহেলা বৈশাখের নতুন গান ‘ঢাক ঢোল বাজে’। আশা করা হচ্ছে, বাঙালির প্রাণের উৎসবকে আরও প্রাণবন্ত আর সংগীতপ্রেমীদের মনে সুরের ঝংকার তুলবে গানটি।
নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন একাধিক সংগীতশিল্পী। এরা হলেন শান সায়েক, সাব্বির জামান, তামান্না প্রমি, শীলা দেবি, বনি, নির্ঝর চৌধুরী, স্নিগ্ধা জামান, জুয়েল রানা, শুভ দাস, জোবায়ের শাওন, অন্তর রহমান, কানিজ খন্দকার মিতু, শামামা তাহমিদ, শিমুল কুমার ও বাসুদেব চক্রবর্তী।
ওয়ালিদ হাসানের কথায় গানটি সুর, সংগীত ও ভিডিও নির্দেশনায় ছিলেন শান শায়েক।
সোনারগাঁও জাদুঘরে গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। ড্যান্স কোরিওগ্রাফারের দায়িত্বে ছিলেন ওলি। বৈশাখের দিন মিউজিক আলফা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
বাংলাদেশ সময়: ১৮:১৩:৪৯ ৪ বার পঠিত