
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। শেখ হাসিনা ও তার এমপি-মন্ত্রীরা দেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। উন্নয়নের নামে শুধু লুটপাট করে এখন বিদেশে পালিয়েছে। জনগণের ভোটাধিকার ধ্বংস করে গত ১৭ বছর ধরে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে।”
রোববার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে—আমাদের এই দাবিকে মেনে নিতে হবে। তবে এই সরকার যেন সময়ক্ষেপণ না করে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে জনগণের মতামতের ভিত্তিতে দেশ গঠন করা হবে।”
অর্থনীতি ও শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, “আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আজ রিজার্ভ নেই, সাধারণ মানুষের হাতে টাকা নেই। শিক্ষাব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা খাত ঢেলে সাজাতে হবে।”
তিনি আরও বলেন, “ভালো মানুষ যেই দলেরই হোক, তাকে সহযোগিতা করে সমাজ ও দেশের উন্নয়ন করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলাম রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান সুমন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তারা মিয়া প্রধান, বক্তাবলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৪৯:০৪ ৭ বার পঠিত