পহেলা বৈশাখে নগরীতে প্রশাসনের যৌথ মহড়া, থাকবে কড়া নিরাপত্তা

প্রথম পাতা » ছবি গ্যালারি » পহেলা বৈশাখে নগরীতে প্রশাসনের যৌথ মহড়া, থাকবে কড়া নিরাপত্তা
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



পহেলা বৈশাখে নগরীতে প্রশাসনের যৌথ মহড়া, থাকবে কড়া নিরাপত্তা

পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে যৌথ পরিদর্শন করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও র‌্যাব-১১। রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৫ টায় পহেলা বৈশাখ’র উৎসবকে কেন্দ্র করে, শহরের নিরাপত্তা নিশ্চিত করণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন দিক নির্দেশনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তাঁরা।

মতবিনিময় শেষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে। এ সময় অতিরিক্ত সমাগম ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, সড়কে যৌথ মহড়া দিয়েছের তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা জানান, বাঙালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। আমরা প্রতি বছর আমাদের বাঙালির যে ঐতিহ্য ‘পহেলা বৈশাখ’ সেটা আমরা পালন করি। হাজার বছর ধরে আমরা এটা পালন করে আসছি। পহেলা বৈশাখে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে পহেলা বৈশাখে আমরা একটি র‌্যালি বের করবো। এছাড়া, জেলা প্রশাসন কার্যলয়ে একটি বৈশাখ মেলা হবে, আমাদের সাংস্কৃতিক সংগীত সন্ধ্যা প্রোগ্রাম হবে। এখানে সকল শ্রেনী পেশার মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে এবং অনুষ্ঠানকে প্রাণবন্দ করে।

তিনি আরও বলেন, সকলের নিরাপত্ত নিশ্চিত করণে আমরা শহরে পরিদর্শন করেছি। যাতে কারো মধ্যে কোন সংশয় কাজ না করে, উৎসবটি যাতে সুন্দরভাবে পালন করতে পারি। আমরা নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা যে সামাজিক সম্প্রীতির মধ্যে আছি, তার একটি দৃষ্টান্ত স্থাপন করতে, বিভিন্ন ধর্মের মানুষকে তাদের পোশাক পরিধান করিয়ে একসাথে বসাবো। যাতে সবাই বুঝে সকল ধর্ম গোষ্ঠি সমান। এই বছর আমরা একটি সামাজিক সম্প্রীতির দৃষ্টি ফুটিয়ে তুলবো। সিসি টিভি ক্যামেরা দিয়ে আমরা মনিটরিং করবো সার্বক্ষণিক।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সমস্ত প্রোগ্রামে আমাদের পুলিশের একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে। পহেলা বৈশাখ যেহেতু আমাদের একটি স্পেশাল পোগ্রাম বাঙালী সংস্কৃতির, তাই স্পেশালী ডিউটি থাকবে আমাদের। ইতোমধ্যে আমাদের ডিউটি ভাগ করা হয়ে গেছে। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে ও পোশাকধারী পুলিশও থাকবে। একটু যানজট পোহাতে হবে, উৎসবের জন্য এইটুকু ভোগান্তি নগরবাসী মেনে নিবে বলে আমার বিশ্বাস। অন্যান্য সময়ের থেকে এবারের বৈশাখ একটু কালারফুল হবে।

র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নারায়ণগঞ্জে চাষাঢ়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমরা এই ভ্যানুটা পরিদর্শন করেছি। আমাদের সাথে সকল শ্রেনীর লোকজন আছে। আমাদের র‌্যাবের টহল থাকবে। আমরা সাইবার মনিটরিং করছি কোন থ্রেড আছে কিনা। আমাদের কাছে নববর্ষ ঘিরে এখনো কোন থ্রেড নাই। আমরা এবার নবর্বষ একটু ভিন্ন হবে।

ঢাকায় চারুকলায় আগুনের ঘটনায় নারায়ণগঞ্জে এমন কোন শংঙ্কা আছে কিনা? জিজ্ঞাসা করলে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনা মানে দুর্ষটনা, যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। আমাদের র‌্যাবের সর্বাত্মক চেষ্টা থাকবে নারায়ণগঞ্জে এমন ঘটনা ঘটবে না। কেউ যদি থ্রেড অনুভব করে তাহলে আমাদের আইনশৃঙ্থলা বাহিনীকে অবগত করবেন।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা জানান, র‌্যাব, পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর ১ প্লাটুন সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। পহেলা বৈশাখের উৎসবে নারায়ণগঞ্জের মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহনে বাংলাদেশ আনসার সার্বক্ষণিক মাঠে থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৪৪   ১২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত
মিয়ানমারে উদ্ধার অভিযান সম্পন্ন করেছে বাংলাদেশ
আমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুল
বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা
গানে-শোভাযাত্রায় দেশ জুড়ে উদযাপিত হলো পহেলা বৈশাখ



আর্কাইভ