পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় অত্মনিয়োগ করতে হবে - ভূমি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় অত্মনিয়োগ করতে হবে - ভূমি উপদেষ্টা
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় অত্মনিয়োগ করতে হবে - ভূমি উপদেষ্টা

সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। মানুষের প্রত্যাশা ও সেবা প্রাপ্তির ক্ষেত্রেরও পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ে নিতে হবে, সেইরুপ সেবা নিশ্চিত করতে হবে। নিজেকে পরিবর্তিত পরিস্থিতে নিজেকে খাপ খাওয়ানো এবং নিজেকে দক্ষ ও যোগ্য করে তোলার লক্ষ্যেই প্রিশিক্ষণ। এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় অত্মনিয়োগ করতে হবে। মেশিন সর্বদা একইরকম কাজ করে। সিদ্ধান্তের কাজটুকু মানুষ করবে। সেখানে মানুষের মানবিক গুনাবলি অবশ্যই থাকবে। বর্তমান পেক্ষাপটি মানুষের প্রত্যাশা পুরণে সবাইকে একযোগে কাজ করতে হবে বলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভুমি উপদেষ্টা বলেন সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান চর্চা করতে হবে। এছাড়াও এই প্রশিক্ষণে আরোকিছু ক্যাডার যুক্ত করা প্রয়োজন। এবং চাকুরীর শুরুতে এই প্রশিক্ষণ দেয়া হলে কর্মক্ষেত্রে আরো অধিক কল্যানকর সেবা নিশ্চিত করতে পারবে নবীন কর্মকর্তাগণ। জনবান্ধব ভূমিসেবা দিতে ভূমি খাতে অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর ভূমি ভবনের সেমিনারকক্ষে ১৩৯তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষন কোর্সের সনদ বিতরন ও সমাপনি অনুষ্ঠান,২০২৪-২০২৫ এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমান।

প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণে প্রশাসন ক্যাডার,পুলিশ ক্যাডার, জুডিশিয়ারি ক্যাডার ও বন ক্যাডারের মোট ৬৩ জন অংশগ্রহণ করেন এর মধ্যে নারী কর্মকর্তা ছিলেন ২২ জন।

ভূমি উপদেষ্টা বলেন, যুগে যুগে মানব সভ্যতার ও জ্ঞান-বিজ্ঞান বিবর্তনের সাথে সাথে ভূমি ব্যবহারেও এসেছে নানা বৈচিত্র্য। ফলে সময়ে সময়ে এর রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রেও পরিবর্তন ও সংস্কার সাধিত হচ্ছে। আধুনিক বিশ্বে ভূমি, ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সাথে জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রায় প্রতিটি বিষয় এমন ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে এর একটি থেকে আর একটি আলাদা করা কঠিন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ভূমি উপদেষ্টা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে। এখানের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে মানুষের কল্যাণে ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। এছাড়া ভূমি আইন যারা করেছেন এবং যারা বাস্তবায়ন করবেন তাদের মনে রাখতে হবে মানুষের অধিকার যেন ক্ষুন্ন না হয়।

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১৩৯তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ;চেয়ারম্যান (সচিব) ভূমি সংস্কার বোর্ড,এএসএম সালাউদ্দিন নাগরী;চেয়ারম্যান (সচিব) ভূমি আপীল বোর্ড,
মোহাম্মদ ইবরাহিমসহ মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তর সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রতি বছর তিনটি ব্যাচকে বিসিএস (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাগণের সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৫   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত
মিয়ানমারে উদ্ধার অভিযান সম্পন্ন করেছে বাংলাদেশ
আমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুল
বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা
গানে-শোভাযাত্রায় দেশ জুড়ে উদযাপিত হলো পহেলা বৈশাখ



আর্কাইভ