
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে লাখো মানুষ। মূলত শনিবার দুপুর তিনটার পর শুরু হয় কর্মসূচি।
কর্মসূচিতে উপস্থিত হয়েছেন— বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধারণের ঠাঁই নেই। কর্মসূচিতে অংশ নিতে আসা জনস্রোতে রাজধানীর সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।
জানা গেছে, মার্চ ফর গাজা কর্মসূচিতে কোনো বক্তৃতা হবে না। শুধু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৮ ৩ বার পঠিত