ফতুল্লায় ২১শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শারমীন (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে তাকে পূর্ব লামাপাড়া এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শারমীন ফতুল্লা মডেল থানার পূর্ব লামাপাড়া মনিরের স্ত্রী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, সহকারী উপ-পরিদর্শক রোকন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
বাংলাদেশ সময়: ১৩:১৩:৩৪ ৭২ বার পঠিত