কর্মচাঞ্চল্য ফিরেছে বাংলাবান্ধা স্থলবন্দরে

প্রথম পাতা » ছবি গ্যালারি » কর্মচাঞ্চল্য ফিরেছে বাংলাবান্ধা স্থলবন্দরে
মঙ্গলবার, ২ মে ২০২৩



কর্মচাঞ্চল্য ফিরেছে বাংলাবান্ধা স্থলবন্দরে

মহান মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর ফের কর্মচাঞ্চল্য ফিরেছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে।

মঙ্গলবার (০২ মে) সকাল থেকে পুনরায় বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই -খুদা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন পর শনিবার থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়। এর মধ্যে মে দিবস উপলক্ষে সোমবার (০১ মে) ভারত-বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।

তবে বন্ধের পর মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এ সময় বন্দরে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫:২৪:১৬   ১০৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ