২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ

প্রথম পাতা » খেলা » ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ

মৌসুমজুড়েই আলাপটা চলেছে—এবারই লিভারপুল ছাড়বেন মোহামেদ সালাহ। কারণ চলতি মৌসুমে সালাহ নিজেই ইঙ্গিত দিয়েছিলেন ক্লাব ছাড়ার ব্যাপারে। এমন ইঙ্গিতের পর সালাহ’র সঙ্গে বেশকিছু ক্লাবের গুঞ্জনও শোনা গিয়েছিলো। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অন্তত আরও দুই মৌসুম লিভারপুলেই থাকছেন এই মিশরীয় তারকা।

চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো সালাহ’র। তবে অলরেডদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন তিনি। লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করে সালাহ আরও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।

সালাহ বলেন, ‘সই করেছি, কারণ আমি মনে করি, আমাদের অন্যান্য ট্রফি জয়ের সুযোগ আছে এবং নিজের খেলাটা উপভোগ করতে পারব। এটা দারুণ ব্যাপার। কারণ, সেরা বছরগুলো এখানে কাটিয়েছি। আট বছর খেলেছি, আশা করি, এটা ১০ বছর হবে। নিজের জীবন এবং ফুটবলটা এখানে উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কাটিয়েছি।’

এদিকে লিভারপুলেই বেশ খুশি আছেন বলেও জানান সালাহ। তিনি বলেন, ‘(সমর্থকদের প্রতি) বলতে চাই, এখানে থাকতে পেরে আমি খুব খুশি। সই করেছি। কারণ, আমি বিশ্বাস করি একসঙ্গে অনেক বড় বড় ট্রফি জিততে পারব…ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিততে যাচ্ছি।’

ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন সালাহ। ক্লাবটিতে যোগ দেয়ার পর প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, কমিউনিটি শিল্ড, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি। তার পাশাপাশি লিভারপুলের ইতিহাসে সালাহ তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও (৩৯৩ ম্যাচে ২৪৩ গোল ও গোল বানিয়েছেন ১০৯টি)।

চলতি মৌসুম শেষে লিভারপুলের তিন সেরা খেলোয়াড়দের চুক্তির মেয়াদ শেষ হবে। তার মধ্যে সালাহ নতুন চুক্তি করায় এখন বাকি রইলেন ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। ফন ডাইকের সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছে লিভারপুল। তবে আর্নল্ডকে নিয়ে আছে দুঃসংবাদ। ইংলিশ এই ফুলব্যাক আগামী মৌসুমে লিভারপুল ছেড়ে রিয়ালে যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:১৩   ৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ
মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়
রেকর্ডগড়া রাতে গোল ‘ছিনতাইয়ের’ অভিযোগ, যা বললেন রাফিনিয়া
বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছে বিদ্রোহী ফুটবলাররা



আর্কাইভ