
ফিলিস্তিনে গণহত্যার দায়ে বর্বর ইসরাইলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রের ওপর সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামি ব্যক্তিত্ব ও পাকিস্তান সুপ্রিমকোর্টের শরীয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাতীয় ফিলিস্তিন সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, আমাদের করণীয় ছিল আমরা এখানে জড়ো হওয়ার পরিবর্তে গাজায় গিয়ে জড়ো হওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফিলিস্তিনি মুজাহিদদের জন্য কার্যকর কিছুই করতে পারিনি। ফিলিস্তিনের জনগণের জন্য জানমাল উৎসর্গ করা পুরো মুসলিম উম্মাহর ওপর ফরজ। কালেমা পাঠ করা ৫৫ হাজারেরও বেশি মুসলিমকে শহীদ হতে দেখে কি এখনো জিহাদ ফরজ হয়নি?
মুফতি তাকি উসমানি বলেন, ফিলিস্তিনিদের জন্য মানবিক, আর্থিক ও বাস্তবিক সাহায্য করা মুসলিম উম্মাহর ওপর অবশ্য কর্তব্য। পাকিস্তানসহ সকল মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখরোচক কথা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়া অসম্ভব।
পাকিস্তান কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেয়নি উল্লেখ করে তিনি বলেন,পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ইসরাইলকে ‘অবৈধ সন্তান’ বলেছিলেন। ইসরাইল যতই শক্তিশালী হোক না কেন, আমাদের অবস্থান কোনোভাবেই পরিবর্তন হবে না।
মুসলিম বিশ্ব শুধু প্রস্তাবনা আর সম্মেলন নিয়ে ব্যস্ত উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তবুও বোমা হামলা চলছেই। ইসরাইলের কোনো নৈতিক মূল্যবোধ নেই, তারা আন্তর্জাতিক আইনও মানে না।
বাংলাদেশ সময়: ১৫:০১:১৯ ৪ বার পঠিত