এক লক্ষ টাকা সহ ছিনতাইকারি ধরলেন সার্জেন্ট সানিউল

প্রথম পাতা » ছবি গ্যালারি » এক লক্ষ টাকা সহ ছিনতাইকারি ধরলেন সার্জেন্ট সানিউল
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



এক লক্ষ টাকা সহ ছিনতাইকারি ধরলেন সার্জেন্ট সানিউল

রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ী জোনের সায়দাবাদ বাসস্ট্যান্ড /ব্রীজ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের কবলে পড়ে সাধারণ মানুষ।
তেমনি বৃহস্পতিবার (১০ এপ্রিল) যাত্রাবাড়ী জোনের সায়দাবাদ ব্রীজ এলাকায় যাত্রীবাহি বাসে ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।ছিনতাইকারি

ভূক্তভোগী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাষারচর গ্রামের ফিরোজ হোসেন এর ছেলে ওয়ালীউল্লাহর টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় বিষয়টি লক্ষ্য করে যাত্রাবাড়ী -সায়দাবাদ ব্রীজ কেন্দ্রিক টেংগু- ৪৪৯ ডিউটি করাকালীন সার্জেন্ট সানিউল হক রবিন।তিনি আর তার সঙ্গীয় এ এস আই মো:জলিলকে নিয়ে উভয়ের প্রচেষ্টায় ও সাহসীকতায় পথচারীদের আঘাত ও মারপিটের হাত থেকে রক্ষা করে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে ছিনতাইকারি তার পরিচয় জানায় সে শরিয়তপুর জেলার পালং উপজেলার পালং গ্রামের মৃত ইউনূসের ছেলে জাহাঙ্গীর আলম।বর্তমানে সে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বসবাস করে।
সার্জেন্ট সানিউল হক রবিন জানান,এ ঘটনায় প্রকৃত মালিককে ছিনতাই হওয়া টাকা বুঝিয়ে দিয়ে ভিকটিম ও ছিনতাইকারি উভয়কে সায়দাবাদ ফাড়ির ফোর্স এএসআই মাহাবুলকে বুঝিয়ে দিয়ে জিডি করি। জিডি নং-১৯৫।জনগণের জানমাল রক্ষায় আমরা পুলিশ বাহিনী সর্বদা সচেষ্ট।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০৭   ৪৭৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহউদ্দিন আহমেদ
সত্যিকারের মৎস্যজীবীরা আইন ভঙ্গ করে না : মৎস্য উপদেষ্টা
উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে: গিয়াসউদ্দিন
২২ বছর পর কারামুক্ত সাবেক ছাত্রদলের নেতা জাকির খান



আর্কাইভ