
নারায়ণগঞ্জ পৌরসভার (বিলুপ্ত) প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার ছেলে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোটভাই আহাম্মদ আলী রেজা রিপনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাদ আসর নগরীর দেওভোগে তার বাড়ির সামনের মসজিদে মিলাদের আয়োজন করা হয়৷ এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ এলাকাবাসী অংশ নেন৷
এছাড়া দুপুরে হুসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদরাসায় মিলাদের আয়োজন করা হয়৷
গত সোমবার সকালে হার্টস্ট্রোক করে মারা যান জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন৷ পরে তাকে মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থানে তার মায়ের কবরে সমাহিত করা হয়৷
বাংলাদেশ সময়: ২৩:০৮:০৫ ৭ বার পঠিত