নড়াইল সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে শহরের কুড়িগ্রাম এলাকার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তুলারামপুর ইউনিয়ন ৪-০ গোলে মুলিয়া ইউনিয়নকে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম আহম্মেদ, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার প্রমূখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেনী পেশার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৯ ৫২ বার পঠিত