ইস্তাম্বুলে নব-নির্মিত গ্রন্থাগার ‘রামি লাইব্রেরি’তে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’সহ বাংলাদেশ ও বঙ্গবন্ধুর উপর রচিত ২০টি বই উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মাদ নূরে-আলম রামি লাইব্রেরির পরিচালক আলি চেলিকের কাছে এই বইগুলো উপহার হিসেবে প্রদান করেন। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
হস্তান্তরকৃত বইগুরোর মধ্য রয়েছে- তুর্কি ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও তুর্কি ভাষায় অনূদিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতা।
বইগুলির পড়ার মধ্যদিয়ে তুর্কি জনগণের বাংলাদেশে ভ্রমণে আগ্রহের সৃষ্টি হবে বলে কনসাল জেনারেল আশা ব্যক্ত করেন।
বই উপহার দেয়ায় রামি লাইব্রেরির পরিচালক কনস্যুলেটকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সামনের দিনগুলিতে বৃদ্ধি পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তুরস্কের সর্ববৃহৎ গ্রন্থাগার রামি লাইব্রেরিতে তুর্কিসহ অন্যান্য ভাষার ১৬ লাখের অধিক বই রয়েছে।
আন্তর্জাতিক মানসম্পন্ন এই গ্রন্থাগারটি ২৪ ঘন্টা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে এবং এই গ্রন্থাগারে ৪ হাজার ২০০ পাঠক একত্রে বসে বই পড়তে পারেন। ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-গবেষক ও সাহিত্য অনুরাগী পাঠক এই গ্রন্থাগারে নিয়মিত পড়াশুনা ও গবেষণার কাজ করেন।
হস্তান্তরকৃত বইসমূহ রামি লাইব্রেরিতে প্রদর্শিত হবে এবং আগত পাঠকগণ তা পড়তে পারবেন। এর ফলে ছাত্র-শিক্ষক-গবেষক ও পাঠ্য অনুরাগী তুর্কি নাগরিকগণ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, সাহিত্য এবং বঙ্গবন্ধুর গৌরবজ্জল কর্ম-জীবন সম্পর্কে জানতে পারবেন।
বাংলাদেশ সময়: ২২:৫৭:২০ ৪০ বার পঠিত