‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তিস্তা ইস্যুতে খোলামেলা অবস্থানে বাংলাদেশ সরকার। এক্ষেত্রে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সহযোগিতা সম্ভব। কোনোটাতে কোনো বাধা নেই।

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেইজিং সফর করেছেন। সেই সফরে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনা কোম্পানিগুলোকে স্বাগত জানানো হয়েছে। অন্যদিকে, প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছে। সেখানেও আলোচনার টেবিলে ছিল তিস্তার পানি বণ্টন ইস্যু। এক্ষেত্রে কোনটার অগ্রগতি বেশি, সে বিষয়ে প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে।

জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘অগ্রগতি সময়সাক্ষেপ বিষয়। আমরা ঝট করে কোনোকিছু প্রত্যাশা করছি না, যেমন কালকে কেউ এসে তিস্তার সমস্যার সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা এমওইউ আছে নদীর পানি নিয়ে। এ ব্যাপারে আমরা ওপেন আছি। ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সহযোগিতা সম্ভব। কোনোটাতে কোনো বাধা নেই।’

আমরা দেখব যে, কোনদিকে কোন প্রকল্পে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। সুবিধা অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয় তাদের কার্যকলাপ করবে বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৫   ১৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গানে-শোভাযাত্রায় দেশ জুড়ে উদযাপিত হলো পহেলা বৈশাখ
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাখাল গ্রেফতার
রিপনের আত্মার মাগফিরাত কামনায় বঙ্গসাথী ক্লাবে মিলাদ ও স্মরণসভা
ফতুল্লা থানা বিএনপির বৈশাখী শোভাযাত্রা
শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষদের নিয়ে জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন



আর্কাইভ