মেসির রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি

প্রথম পাতা » খেলা » মেসির রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



মেসির রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি

টরন্টো এফসির সাথে জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল ইন্টার মায়ামির। কিন্তু এই ম্যাচে ড্র করায় সেই সুযোগ হাতছাড়া হলো লিওনেল মেসিদের। তবে দল ব্যর্থ হলেও এদিন দারুণ এক রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

সোমবার (৭ এপ্রিল) সকালে টরন্টো এফসির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। এই ম্যাচের ফলাফল ১-১ গোলে ড্র হয়। ম্যাচের দুটি গোলই প্রথমার্ধে অতিরিক্ত সময়ে হয়। মায়ামির হয়ে গোলটি করেন মেসি আর টরন্টোর গোলটি করেন ফেদেরিকো বার্নারদেস্কি।

মেসির করা গোলটি ইন্টার মায়ামির হয়ে এমএলএসের মৌসুমের ৪৪তম গোল। যা ক্লাবটির হয়ে ইতিহাসের সর্বোচ্চ। এ নিয়ে ইন্টার মায়ামি ফুটবল ক্লাব জানায়, এই গোলের মাধ্যমে মেসি ভেঙেছে মায়ামির সাবেক ফরোয়ার্ড ও মেসির স্বদেশি গঞ্জালো হিগুয়েনের রেকর্ড। যদিও ট্রান্সফার মার্কেটের পরিসংখ্যান বলছে, হিগুয়েন মায়ামির হয়ে গোলে অবদান রেখেছেন মাত্র ৪০টি।

এদিন দু’দল কয়েকবার আক্রমণ করেও ব্যর্থ হওয়ার পর ২৯ মিনিটে গোলের দেখা পায় মায়ামি। সুয়ারেজের অ্যাসিস্টে তালেস্কো সেগোভিয়া বল জালে জড়ান। কিন্তু গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ঠিক ১০ মিনিট পরেই মেসি গোলের দেখা পান কিন্তু আর্জেন্টাইন তারকা ফাউল করায় সেই গোলটি আমলে নেয়নি রেফারি ফলে গোলটি বাতিল হয়ে যায়।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বার্নারদেস্কি ডি বক্সের ভেতর বল পেয়ে আলতো ছোঁয়ায় বল জালে পাঠিয়ে দিলে প্রথম গোলের দেখা পায় সফরকারীরা। কিন্তু এর জবাব দিতে একটুও দেরি করেনি মায়ামি। ডি বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোলবারের কোণা দিয়ে বল জালে পাঠিয়ে দেন লিওনেল মেসি।

এই ড্রয়ের ফলে ৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয় নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে নেমে গেল মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস। ৭ ম্যাচে কোনো জয় না পাওয়া টরন্টো এফসি ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।

এই ড্রয়ের ফলে টানা দুই ম্যাচ জয় থেকে দূরে থাকল ইন্টার মায়ামি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে গত সপ্তাহে ১-০ গোলে হেরেছিল মেসি বাহিনী।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার শেষ আটের ফিরতি লেগে লস অ্যাঞ্জেলসের মুখোমুখি হবে মেসি-সুয়ারেজরা। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচেও মেসির পায়ের জাদু দেখতে চেয়ে থাকবে ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৪৯   ৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


মেসির রেকর্ডের দিনে ব্যর্থ মায়ামি
পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের
৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ



আর্কাইভ