
চাঁদপুরের মতলব উত্তরে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ সৈকত হোসেন নামে এক যুবককে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক সৈকত আলোচিত এবং পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বাড়ি মতলব উত্তরে জানা গেছে।
চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. জাবিদ হাসান জানান, ওই এলাকার সড়কে তল্লাশি চৌকিতে সেনাবাহিনী একটি প্রাইভেটকার থামাতে নির্দেশ দেন। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক প্যাকেটে গাঁজার সন্ধান পাওয়া যায়।
পরে খোঁজ নিয়ে জানা যায়, সেই গাড়িতে সৈকত হোসেন নামে এক যুবক রয়েছেন।
প্রাথমিকভাবে সেনাবাহিনীর সদস্যদের কাছে তিনি স্বীকার করেন, অন্যত্র থেকে গাঁজার চালান নিয়ে মতলব উত্তরে এসেছেন। পরে ওই যুবককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনা সম্পর্কে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক জানান, গাঁজাসহ আটক সৈকত হোসেন আলোচিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এবারও আরেকটি মামলা দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২৪:১২ ৬ বার পঠিত